যশোরে ফেনসিডিলসহ আটক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোস্তফা কামাল এই রায় প্রদান করেন। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর বিমল কুমার রায়। সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান যশোরের শার্শা উপজেলার খড়িডাঙ্গা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সূত্রে জানতে পারেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে বেনাপোল থেকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছেন। এ খবর পেয়ে পুলিশ শহরতলীর পুলেরহাটস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। এরপর রাত পৌনে সাতটার দিকে একটি ভেসপায় হাফিজুর রহমান নামে ওই ব্যক্তিকে দ্রুত যশোর শহরের দিকে যেতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার ভেসপায় (খুলনা মেট্রো-হ-০২-৩৭৮৩) তল্লাশি চালিয়ে সিটের ভেতর থেকে ৪০ বোতল এবং সাইডবক্সের ভেতর থেকে আরো ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় চাঁচড়া ফাঁড়ির তৎকালীন টিএসআই রফিকুল ইসলাম ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ) ও ১৯(৪) ধারায় আটক হাফিজুর রহমানের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। একই বছরের ২৪ সেপ্টেম্বর থানার তৎকালীন এসআই অপূর্ব হাসান মামলার তদন্ত শেষে হাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার এই মামলার রায়ে আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।