যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারে বেশি দামে আদা-পেঁয়াজ বিক্রি ॥ ৮ দোকানে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বেশি দামে আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে দুটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সময় বিভিন্ন অপরাধে বাজারের আরো ৬টি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সদর উপজেলার রূপদিয়ার একটি মুদি দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজ দুপুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালান। এ সময় বেশি দামে আদা, পেঁয়াজ, রসুন ও আলু বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় বাজারের সিরাজ স্টোরকে ১৫ হাজার টাকা, বেশি দামে আদা বিক্রির অপরাধে মনির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় ইমা স্টোরকে ৩ হাজার টাকা, আরিফ স্টোরকে ৩ হাজার টাকা, উজ্জল মাংস ঘরকে ১ হাজার টাকা, রেজাউল স্টোরকে ৪ হাজার টাকা, রাবেয়া স্টোরকে ৩ হাজার টাকা এবং হাজী শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কনজুমার্স অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য মো. আব্দুর রকিব সরদার উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে রূপদিয়া বাজারে অভিযান চালিয়ে আল মদিনা স্টোর নামে একটি মুদি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ ইতোপূর্বে ওই দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দোকানাটিতে কোন মূল্য তালিকা দেখা যায়নি। এ কারণে আদালত দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।