ইবি শিক্ষার্থী সোহেল বাঁচতে চান

0

ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী সোহেল রানা কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। কৃষক পরিবারের সন্তান সোহেল রানার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামে। ছোটবেলা থেকেই মেধাবী সোহেল রানা। এসএসসিতে জিপিএ-৫। এইচএসসিতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। কৃষক বাবার অর্থনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সোহেল। বর্তমানে মেধাবী এ শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। কিডনি প্রতিস্থাপন ছাড়া সোহেলকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানেই তার কিডনি প্রতিস্থাপন করা হবে। কিন্তু কৃষক বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা কষ্টসাধ্য। এজন্য সোহেল সহায়তার আবেদন জানিয়েছেন। সোহেল রানা বলেন, আমার বাবা কৃষক। দরিদ্র পরিবারে জন্মের পর থেকে অনেক কষ্টে লেখাপড়া করেছি। উচ্চশিক্ষা গ্রহণের পর আমার যখন পরিবারের হাল ধরার কথা, ঠিক তখন হাসপাতালে পড়ে আছি। আমার চিকিৎসায় যে পরিমাণ টাকা প্রয়োজন, তা আমার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি দেশের বিত্তবান ও হৃদয়বান সবার কাছে চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি।