যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র যৌতুক মামলা

0

স্টাফ রিপোর্টার॥ ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে যশোরে সোমাইয়া খাতুন শোভা (৪২) নামে এক গৃহবধূকে মারপিটে জখমের ঘটনার দুই মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে তার স্বামী শহরের বকচর বিহারী কলোনির আজগরের ছেলে আকবর হোসেন মুন্না (৪৫) -কে।
বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত রফিকের মেয়ে শোভা এজাহারে উল্লেখ করেছেন, ২০১৭ সালের ১৭ জানুয়ারি তার সাথে মুন্নার বিয়ে হয়। বিয়ের পর তার মা সংসারের টিভি, ফ্রিজ, সোনার গহনা এবং মুন্নার জন্যে মোটরসাইকেল কিনে দেন। এছাড়া বিভিন্ন সময় টাকা দেওয়া হয়। তারপরও বিভিন্ন অজুহাতে তার কাছে যৌতুক দাবি করেন স্বামী। টাকা দিতে অস্বীকার করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বেশ কিছুদিন ধরে মুন্না ৫ লাখ টাকার জন্যে নানাভাবে দাবি করে আসছে। তিনি তার কথার কোন কর্ণপাত করেন না। গত ১৭এপ্রিল বিকেল ৫টার দিকে তার কাছে ফের ৫ লাখ টাকা যৌতুক হিসেবে চান মুন্না। তিনি টাকা দিতে পারবেন না বলে জানালে তার চুলের মুঠি ধরে মারপিট করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করা হয়। সে সময় তিনি মোবাইল ফোনে তার মামাকে জানালে তার মামা গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পরিবারের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দেন। পুলিশ শনিবার তার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।