চৌগাছায় মেধাবী ১৫ শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুচিন্তিত, মেধা ও নিজস্ব দক্ষতা দিয়ে দেশকে পরিচালনা করছেন। আমাদের দেশকে উন্নত বিশ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি মেধাবী তরুণদের এগিয়ে নিতে চাচ্ছেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, জেলা আওয়ামী যুবলীগ নেতা আজহার আলী, ঝিকরগাছা উপজেলার সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ নূরুল হক বিন্তু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে সংসদ সদস্য ১৫ জন্য শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করেন।