যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১২ নেতা-কর্মী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পুলিশি ধরপাকড় অব্যাহত রয়েছে।  বুধবার (১৭ মে) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) পুলিশের দায়ের করা কথিত নাশকতার পেন্ডিং মামলায় তাদেরকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আটকরা হলেন, যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার বাসিন্দা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুর ইসলাম বুল্লা, সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জামাত আলী বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার, ওসমানপুর গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে হারুন অর রশিদ, বসুন্দিয়া বাজার এলাকার রুস্তম মোল্লার ছেলে রেজাউল ইসলাম, বানিয়ারগাতি গ্রামের নঈম শেখের ছেলে সাজ্জাদ, ভাতুড়িয়া দাড়িপাড়ার মোহাম্মদ আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান, চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার মতিয়ার রহমানের ছেলে আশিকুর রহমান সনেট, চাঁদপাড়া গ্রামের আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে এল এম হোসেন, ঝিকরগাছা উপজেলার মহেশপাড়া গ্রামের আলাউদ্দিন মেম্বার, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের সবেদ আলী গাজীর ছেলে মুজিবুর রহমান, গাবুখালী গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে সেলিম হোসেন ও ঝাঁপা গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে আব্দুল আলিম মোড়ল।