এবার কুষ্টিয়ায় একই বিদ্যালয়ের ২ ছাত্রী করোনায় আক্রান্ত

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার্থীসহ এক বিদ্যালয়ের দুই ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক এ তথ্য জানান। স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করানো হলে, উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নবম শ্রেণির এক ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী ২৫ সেপ্টেম্বর ও নবম শ্রেণির ছাত্রী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালমা খাতুন জানান, দুই ছাত্রী সম্পর্কে চাচাতো বোন। তাদের পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তারা বাড়ি থেকে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত ছাত্রীরা যেসব শ্রেণিতে পড়ে, ওইসব শ্রেণির শিক্ষার্থীদের নমুনা পরীক্ষা করার কথা ভাবা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের একজনের বয়স ১৬ অপরজনের ১৭ বছর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, আক্রান্ত দুই শিক্ষার্থী ভালো আছে। তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।