সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে সৌদিতে ইয়েমেনি গোষ্ঠি হুতির হামলা বৃদ্ধি পেয়েছে। এরপরেও দেশটি থেকে এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়েছে, সম্প্রতি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এখন মধ্যপ্রাচ্য থেকেও নিজের অবস্থান গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এখনও আরব দেশগুলোতে হাজার হাজার মার্কিন সেনা রয়েছে। এই সেনারা সেখানে রয়েছে ইরানের ওপরে চাপ সৃষ্টি করতে। তবে উপসাগরীয় দেশগুলো এখন ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো এ অঞ্চল থেকেও সেনা প্রত্যাহার শুরু করবে। এ নিয়ে সৌদি আরবের প্রিন্স তুর্কি আল-ফয়সাল সিএনবিসিকে বলেন, সৌদি আরবের এখন যুক্তরাষ্ট্রের প্রতিশ্র“তির বিষয়ে পুনরায় নিশ্চিত হতে হবে। আল-ফয়সাল সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে সৌদি আরবের পাশে আছে তা বুঝাতে হলে তাদের প্যাট্রিয়ট সরিয়ে আনা উচিত নয়। কারণ এখন শুধু ইয়েমেন নয়, ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে সৌদি।