বিশ্রামের দিনে খুঁটিয়ে খুঁটিয়ে পিচ দেখলেন কিউই ক্রিকেটাররা

0

লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ দেখে শিক্ষা নিয়েছিল নিউ জিল্যান্ড। ধীর গতির আর নিচু উইকেটে সফরকারীদের বিপর্যয় দেখে দেশেই প্রস্তুতি সেরেছিল। তাদের জানা ছিল, সহজ হবে না রান করা। তাই বলে দ্বিতীয়বার ৬০ রানের সর্বনিম্ন দলীয় ইনিংস খেলতে হবে, এমনটা হয়তো ভাবতে পারেনি কিউইরা। তাই তো দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন বিশ্রাম নেওয়ার কথা থাকলেও শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির পর্যবেক্ষকসহ পাঁচ ক্রিকেটার। মিরপুরের ২২ গজ তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। তাদের কাজে সহযোগিতা করেছেন প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাও। কয়েক মিনিট থেকেই টিম হোটেলের পথে রওনা হয় দলটি। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে কাল বিকাল চারটায় মাঠে নামবে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচে ৭ রানে জিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। ক্রিকেটে বাংলাদেশ সম্প্রতি বেশ সাফল্য পাচ্ছে। তবে আলোচনায় জয়ের ধরন ও মিরপুরের ২২ গজ নিয়ে। মিরপুর শের-ই-বাংলা বরাবরই বিভ্রান্তি ছড়ায়। বিদেশি দলগুলো তো বটেই, স্থানীয় ক্রিকেটাররাও ধাঁধায় থাকেন। সাকিব আল হাসান ম্যাচ শেষে বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন উইকেট ছিল।’ উইকেট নিয়ে এত কথাবার্তা ভালো লাগছে না বিসিবির। বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তো উইকেট প্রসঙ্গ উঠতেই ক্ষেপে গেলেন, ‘উইকেট খারাপ হলে তা দুই দলের জন্যই ছিল। শুধু নিউ জিল্যান্ডের জন্য খারাপ ছিল, তা না। আমাদের খেলোয়াড়রাও কষ্ট করে রান করেছে। উইকেট যেমনই হোক দুই দলের জন্যই তো সমান থাকছে।’ আকরাম স্বীকার করেছেন, স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে বাংলাদেশ উইকেট প্রস্তুত করেছে। পাশাপাশি বর্তমান আবহাওয়ার বিষয়টিও সামনে নিয়ে আসলেন তিনি, ‘আরেকটি ব্যাপার হলো এখনকার আবহাওয়ার কারণে উইকেট শুকানো যাচ্ছে না। উইকেটে কভার দিয়ে রেখেছি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে যেমন উইকেট পাই, বছরের এই সময়ে এমন উইকেট পাই না। এখন ভালো উইকেট আশা করা কঠিন। উইকেট আরো ভালো করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা বলেছি- উইকেট আরো একটু ভালো করা গেলে প্রস্তুতি আরও ভালো হবে।’