বিডায় যুক্ত হলো আরও ৯ সেবা

0

লোকসমাজ ডেস্ক॥ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবাদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরও নয়টি সেবা যুক্ত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিডার সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠান সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর এ সেবা যুক্ত হয়।
আগারগাঁওয়ের বিডা কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো- দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রি (সিসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিডার সিস্টেমের ইন্টিগ্রেশন করতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে এ সেবা মিলবে।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) বিনিয়োগকারীদের সদস্যপদ সনদ, সদস্য সনদ নবায়ন, সার্টিফিকেট অব অরিজিন দেবে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের বিডার মাধ্যমে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দেবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের ৯টি সেবাদানের লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা সহজেই আরও বেশি বিনিয়োগসেবা পাবেন। এরই মধ্যে বিডা ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। তার মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের মোট ৫১টি সেবা আমরা ওএসএস এর মাধ্যমে দিয়ে আসছি। এর সাথে আজ যুক্ত হচ্ছে আরো ৫টি প্রতিষ্ঠান। ২০১৯ সালে ওএসএস চালু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের প্রায় পঁচিশ হাজার সেবা অনলাইনের মাধ্যমে দেওয়া সম্ভব হয়েছে।
এসময় বিডার মহাপরিচালক নিখিল কুমার দাস ছাড়াও আরও বক্তব্য দেন পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ফরেন ইনভেস্টর্স চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের রুপালী চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাহিদ কবির, ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহামেদ শাহিন, ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হবাবিবুল্লাহ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও এনামুল হক বিজয়।