লোকসমাজে সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের মাঠে জমা পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ‘বৃষ্টি হলেই বিদ্যালয়ের খেলার মাঠে জমে পানি’ এমনই একটি সংবাদ দৈনিক লোকসমাজ পত্রিকায় ২৩ মে প্রকাশিত হয়। সংবাদের সূত্র ধরে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা গত শনিবার ওই বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন এবং দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নির্বাহী অফিসারের এমন আশ্বাসে খুশিতে আত্মহারা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুক্তাদির রহমান সোহেল বলেন, শনিবার হঠাৎ করেই ইউএনও স্কুল পরিদর্শন করেন। স্কুল মাঠে মাটি ভরাটের চেয়ে সেখানে ড্রেন নির্মাণ করে পানি বের করার ব্যাপারে সংশ্লিষ্ঠরা মত দেন। কাজ শুরু হলে স্কুল মাঠে আবারও শিশুরা খেলবে, দৌড়া দৌড়ি করবে এর চেয়ে আর ভাল কিছু কি হতে পারে ?
উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ বলেন, স্কুল মাঠ নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। সেই আলোকে বোরবার আমরা একটি নক্শা করেছি। হয়ত দ্রুতই সেখানে ড্রেন নির্মাণের কাজ শুরু হবে।