নড়াাইলে কলার বাগানে বনপোড়া ওষুধ প্রয়োগের অভিযোগ

0

নড়াইল অফিস॥ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিনের সাতঘরিয়া গ্রামে কলাগাছের বাগানে শত্র“তাবশত বনপোড়া ওষুধ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ৪০ শতক জমির কলাবাগানে এই ওষুধ ¯েপ্র করার ফলে সহস্রাধিক কলা গাছের ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।ক্ষেতের মালিক সাতঘরিয়া গ্রামের গোপাল রায় জানান, তিনি গতকাল মঙ্গলবার সকালে কলার খেতে গিয়ে দেখতে পান কেউ শত্র“তাবশত রাতের আঁধারে বনপোড়া ওষুধ স্প্রে করেছে, এ কারণে কলার গাছগুলি শুকিয়ে যাচ্ছে। এ ক্ষেত থেকে তিনি প্রতিদিন ৩০-৩২ কাঁদি(কাইন) কলা কেটে থাকেন। তার আর্থিক ক্ষতি সাধন করতে প্রতিপক্ষ শত্রুরা এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীকে জানানো হয়েছে। এর আগে গত ১৮ আগস্ট দিবাগত রাতে প্রতিপক্ষরা সাতঘরিয়া মৌজায় তার ৬২ শতক জমির চিংড়ি ঘেরে এবং পাশের রতন বিশ্বাসের ৬০ শতক জমির চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করলে প্রায় চার লাখ টাকার চিংড়ি মাছ মরে নষ্ট হয়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান সংশি¬ষ্ট বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।