চৌগাছা কলেজছাত্রীর আত্মহত্যা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় সুমাইয়ার রহমান খুকু (১৮) নামে এক কলেজছাত্রী মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার টেঙ্গুরপুর গ্রামে। সে টেঙ্গুরপুর গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে এবং চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। টেঙ্গুরপুর গ্রামের মেম্বার জাকির হোসেন জানান, পারিবারিক গোলযোগের জের ধরে নিহতের মা ফেরদৌসি বেগম ঘটনার দিন সকালে বকাঝকা করেন। পরে ১১ টার দিকে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নেয়। জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তৌহিদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য খুকু বেশ কয়েকবার ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।