নরসিংদীতে বিএনপির করোনা সাপোর্ট সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে হামলা

0

লোকসমাজ ডেস্ক॥ নরসিংদী মনোহরদী পৌরসভা বাসস্ট্যান্ড সংলগ্ন কাশবন পার্টি সেন্টারে বুধবার সকালে বিএনপির মনোহরদী করোনা সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন নাসির, সহ-সভাপতি আল আমিন পাটোয়ারী, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভুঁইয়া, সুরুজ, শাহাদাত, রুমন, যমুনা টিভির সাংবাদিক ইসমাঈল ও চ্যানেলে আইয়ের সাংবাদিক সুমন রায়সহ ২০/২৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, সাংবাদিকেরা চিকিৎসা গ্রহণের জন্য মনোহরদী স্বাস্থ্য কমপে¬ক্সে গেলে সেখানে গিয়ে তাদের উপর আবারো হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করা হয় এবং মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও পার্টি সেন্টারের দরজা-জানালার কাঁচ, কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ভাংচুর করে এবং ছয়টি অক্সিজেন সিলিন্ডারসহ, মাস্ক, স্যানিটাইজার ও করোনা ওষুধসহ চিকিৎসা সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বিএনপি করোনা সাপোর্ট সেন্টার স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের সার্বিক সহযোগিতায় সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামলা সংঘটিত হওয়ার পরই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল শিবপুর হাসপাতালে আহতদের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সোহাগ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে পুলিশের উপস্থিতিতে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। করোনাকালে সাধারণ মানুষের সহায়তায় ভালো কাজ করতে গেলেও তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।