‘তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাবো’

0

লোকসমাজ ডেস্ক॥ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিংয়ে দিশেহারা অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ৬২ রানে। এতে ৬০ রানের জয়ে ১-৪ ব্যবধানে সিরিজ শেষ করলো মাহমুদুল্লাহ রিয়াদের দল। এদিন উইকেটের পেছনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের কাছে আবদার নিয়ে কাজী নুরুল হাসান সোহান বলেন, ‘নেন ভাই নেন,তাড়াতাড়ি শেষ করেন ভাই ,অনেকদিন পর বাসায় যাবো।’
তখন মূলত টাইগারদের কামড়ে ধুঁকছে টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। তখন অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ৫৮ রান। ব্যাটিংয়ে জাম্পা। পরে সোহানের কথা রেখেছেন বিশ্বসেরা সাকিব। সাকিবের বলে ক্যাচ আউট হন জাম্পা। সোহান মূলত উইকেটরক্ষকের পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তিনি বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালের জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ম্যাচে দারুণ ভূমিকা রাখেন সোহান। উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেন। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতেই পারলো না অস্ট্রেলিয়া। নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হলো অজিরা। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬২ রানে গুটিয়ে যায় দলটি।