ওয়ানডেতে তামিমের দ্রুততম সেঞ্চুরি

0

লোকসমাজ ডেস্ক॥ চার-ছক্কার ফুলঝুরিতে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল। ৮৭ বলে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ওয়ানডেতে এটি তার ১৪তম সেঞ্চুরি। এর আগে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তাদের বিপক্ষে এটি তামিমের চতুর্থ সেঞ্চুরি।
সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে আগেই তামিম ছিলেন সবার উপরে। আজ নিজেকে আরও একধাপ এগিয়ে নিলেন। ৯ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন সাকিব। মুশফিকের ৮টি ও লিটনের সেঞ্চুরি আছে ৪টি।
১১ ইনিংস পর তামিম পেলেন সেঞ্চুরির স্বাদ। মাঝে চারটি হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছাতে ৭টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। হাফ সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেছিলেন ৪৬ বল। সেঞ্চুরিতে পৌঁছাতে নেন আরও ৪১ বল।
২৯৯ রানের লক্ষ্যে তামিম দারুণ ব্যাটিং করছেন শুরু থেকে। এর আগেও জিম্বাবুয়েতে বড় লক্ষ্য সহজেই ছুঁয়েছে বাংলাদেশ। ২০০৯ সালে বুলাওয়েতে ৩১২ রান তাড়া করে জিতেছিল। ৪ উইকেটে জয় পাওয়া সেই ম্যাচে তামিম একাই করেছিলেন ১৫৪ রান। ১৩৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় সাজিয়েছিলেন সেই ইনিংস।
তামিমের আজও এমন কিছু করার সুযোগ ছিল। তবে দলকে নিরাপদ অবস্থানে রেখে বিদায় নিয়েছেন তিনি। দলের ২০৪ রানে ডোনাল্ড তিরিপানোর বলে রেগিস চাকাবার গ্লাভসে ধরা পড়েন। ৯৭ বলে ৮ চার ও ৩ ছয়ে ১১২ রান করেন তামিম।