শতবর্ষী ভক্তের উদ্দেশ্যে মেসির ভিডিওবার্তা

0

লোকসমাজ ডেস্ক॥ শৈল্পিক ফুটবল নৈপুণ্যে বিশ^জুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার এমন এক ভক্তের নাম ডন হারন্যান। শতবর্ষী এই ফুটবল সমর্থক অভিনব উপায়ে প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়েছেন। ভক্তের ভালোবাসার জবাব দিয়েছেন মেসিও। পাঠিয়েছেন আবেগী ভিডিও বার্তা।১০০ বছর বয়সী ডন হারন্যান আর্জেন্টিনা ও বার্সেলোনার প্রত্যেক ম্যাচের পরই মেসির গোলের পরিসংখ্যান পুরনো উপায়ে কাগজে-কলমে লিখে রাখেন। হারন্যানের মেসিপ্রীতি ছড়িয়ে যায় তার নাতি জুলিয়ান ম্যাসট্র্যাঙ্গেলোর মাধ্যমে। দাদার এমন কাজ জনপ্রিয় সোশ্যাল সাইট টিকটকে শেয়ার করেন তিনি। এরপরই ভাইরাল হয়ে যান হারন্যান।
হারন্যানকে পাঠানো ভিডিওবার্তায় মেসি বলেছেন, ‘হ্যালো হারন্যান, আপনার কাজ আমি দেখেছি। এই উপায়ে (কাগজে-কলমে) আপনি আমার গোলগুলো নোট করছেন, দেখে আমি বিস্মিত হয়েছি। আপনার কাজের জন্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আমি।’
মেসির ভিডিওবার্তা দেখে কেঁদে ফেলেন হারন্যান এবং তার নাতি ম্যাসট্র্যাঙ্গেলো। প্রত্যুত্তরে হারন্যান বলেন, ‘আমি সবসময়ই তোমাকে অনুসরণ করেছি এবং তাই করে যাবো। যতোদিন বেঁচে আছি, তোমার পেছনে হাঁটবো আমি।’
সদ্য সমাপ্ত কোপা আমেরিকা জয়ে আন্তর্জাতিক শিরোপার অভাব পূরণ হয়েছে মেসির। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা মেটায় আর্জেন্টিনা।