ঝোড়ো ব্যাটিংয়ে গেইলের রেকর্ড,অস্ট্রেলিয়ার বড় হার

0

লোকসমাজ ডেস্ক॥জাতীয় দলের হয়ে বড় ইনিংস খেলা যেনো ভুলেই গিয়েছিলেন ক্রিস গেইল। লম্বা সময় পর রানে ফিরেছেন ক্যারিবিয়ান ওপেনার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন গেইল। তাতে ছিল ৭ ছক্কা ও ৪ বাউন্ডারি। ২০১৬ সালের পরে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা পেলেন তিনি। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪তম ফিফটি। ২০১৬ সালে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি এবং ২০১৫ সালে করেছিলেন ফিফটি। ঝোড়ো ফিফটির দিনে দারুণ মাইলফলকে স্বঘোষিত ‘ইউনিভার্স বস’। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে গেইল।
গেইলের দারুণ মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
টানা তিন জয়ে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিকরা। ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে সফরকারীরা। জবাবে ৩১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৪১/৬ (২০ ওভার)
হেনরিকস ৩৩, ফিঞ্চ ৩০, টার্নার ২৪;
ওয়ালশ ২/১৮।
ওয়েস্ট ইন্ডিজ (২০ ওভার)
গেইল ৬৭, পুরান ৩২*;
মেরেডিথ ৩/৪৮।ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।