অভয়নগরে বিনামূল্যেধানের বীজ ও সার বিতরণ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরে মুজিব বর্ষ উপলক্ষে খরিপ-২ এবং আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কয়েক’শ কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও সার দেয়া হয়।