জিন্স, টি-শার্ট পরে অফিস নয় সিবিআই কর্মীদের, রাখা যাবে না দাড়িও

0

লোকসমাজ ডেস্ক॥ দায়িত্ব নিয়েই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) চেহারা পাল্টাতে তৎপর হয়েছেন প্রতিষ্ঠানটির নয়া ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। এখন থেকে সিবিআইয়ের কোনো কর্মী জিন্স, টি-শার্ট পরে অফিসে ঢুকতে পারবেন না। এমনকি সংস্থাটির কর্মীরা দাড়িও রাখতে পারবেন না। গত সপ্তাহেই সিবিআইয়ের ৩৩তম ডিরেক্টর মনোনীত হয়েছেন সুবোধ কুমার জয়সওয়াল। এরপরই নির্দেশিকা জারি করে সব অফিসে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। সিবিআইয়ের সার্বিক দক্ষতা বাড়াতেই এই তৎপরতা বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি। ওই নির্দেশিকায় নয়া সিবিআই ডিরেক্টর আরও জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক কর্মীকে শার্ট, ফরমাল ট্রাউজার ও ফরমাল জুতো পরে অফিসে আসতে হবে। সেই সঙ্গে প্রত্যেককে ক্লিনড সেভ করে অফিসে আসতে হবে। সিবিআইয়ের নারী কর্মীদেরও মানতে হবে নয়া নিয়ম। তারা শাড়ি, সুটস, ফলমাল শার্টস ও ট্রাউজার পরে অফিসে আসতে পারবেন। জিন্স, টি-শার্ট, স্পোর্টস সু, চপ্পল পরে অফিসে ঢোকা যাবে না। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে সিবিআই অফিসগুলোতে সংস্থার ডিরেক্টরের এই নির্দেশিকা পাঠিয়ে দেয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা সিবিআই অফিসগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই গাইডলাইন মেনে চলা হচ্ছে কি-না তার নজরদারি করতে বলা হয়েছে। সিবিআইয়ের এই নতুন নিয়ম নিয়ে ইতোমধ্যেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন সংস্থার কর্মীরা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআইয়ের এক কর্মী বলেছেন, ‘বছরের পর বছর ধরে জিন্স, টি-শার্ট পরেই অফিসে আসছেন কর্মীরা। কেউ এটা বন্ধ করতে পারেনি। সিবিআই অফিসারদের অন্ততপক্ষে ফরমাল কলার দেয়া শার্ট, ট্রাউজার ও জুতো পরা উচিত।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা