‘দেশে নেগেটিভ, বিদেশে পজিটিভ—এই হলো করোনার টেস্টের অবস্থা’

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, ‘দেশে করোনার টেস্টের ফল নেগেটিভ, বিদেশে পজিটিভ—এই হলো টেস্টের অবস্থা। তাই বিদেশে এ দেশের টেস্টকে বিশ্বাস করছে না।‘ বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন।
জিএম কাদের বলেন, ‘কোভিড পরীক্ষার ফল নেগেটিভ নিয়ে দেশের মানুষ যখন বিদেশে যাচ্ছেন, সেখানে তারা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। আমাদের দেশের এই টেস্টকে অনেক দেশ আর গ্রহণ করছে না। তারা এটাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। বেশ কয়েকটি দেশ বাংলাদেশের বিমান অবতরণ নিষিদ্ধ করেছে।’ তিনি আরো বলেন, ‘করোনা পরীক্ষার ভুয়া সনদ বিক্রির অভিযোগে অভিযুক্ত রিজেন্টের প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য বিভাগ থেকে কীভাবে অনুমোদন পেয়েছে? জেকেজি এবং রিজেন্ট হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এসব বিষয় দেখভালের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের, তারা কী করলেন?’ জাতীয় পার্টির চেয়ারম‌্যান বলেন, ‘জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকজনকে আটক করা হয়েছে, প্রতিষ্ঠানটি সিলগালা করেছে। কালকে প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু কথা বলেছেন। তাতে আমরা জানতে পারলাম যে, প্রধানমন্ত্রীকে এ বিষয়েও হস্তক্ষেপ করতে হয়েছে। এখন তাদের হয়তো শাস্তি হবে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে একটা বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। বিদেশিরাও আমাদের করোনা টেস্টকে বিশ্বাস করছে না।’