আজ থেকে মোংলায় এক সপ্তাহের লকডাউন

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য মোংলা বন্দর এলাকা এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রোববার (৩০ মে) থেকে এটি কর্যকর হবে। শনিবার (২৯ মে) উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এক আদেশে লকডাউন ঘোষণা করেন। মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, মোংলা বন্দরসহ উপজেলায় গত এক সপ্তাহে করোনা পজিটিভ রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ সময়ে শনাক্তের হার শতকরা প্রায় ৫০ এর বেশি। তিনি আরও বলেন, দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর হওয়ায় মোংলা বন্দর কেন্দ্রিক কাজের জন্য বহিরাগত মানুষের আনাগোনা অনেক বেশি। বহিরাগতদের পাশাপাশি স্থানীয় জনগণও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে না। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে রোববার (৩০ মে) থেকে উপজেলাব্যাপী কঠোর বিধি নিষেধের আওতায় আনা হচ্ছে। এজন্য পৌর শহরের প্রবেশ পথে বসানো হবে চেক পোস্ট। নিত্যপ্রয়োজনীয় ছাড়া সব দোকানপাট বন্ধ রাখা হবে। ভারত থেকে আসা সব কর্মচারীরা যেন নৌযান থেকে নামতে না পারেন সে ব্যবস্থা নেয়া হবে। তবে মোংলা বন্দরের পণ্য উঠানামার কাজ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে চলবে বলে জানান তিনি।