ইন্টারকে ‘পাস’ করিয়ে সরে দাঁড়ালেন কন্তে

0

লোকসমাজ ডেস্ক॥ ২০০৫-০৬ থেকে ২০০৯-১০ পর্যন্ত টানা পাঁচবার ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপা জিতেছিল ইন্টার মিলান। এরপর দশ বছরের অপেক্ষা। জুভেন্টাসের একক আধিপত্যে ঘরোয়া লিগের শিরোপার স্বাদ নিতে পারেনি অন্য কোনো দল। অবশেষে ২০২০-২১ মৌসুমে এসে দশ বছরের অপেক্ষা ফুরিয়েছে ইন্টারের। ইতালিয়ান কিংবদন্তি অ্যান্তনিও কন্তের অধীনে চলতি মৌসুমের সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার। টানা দশ বছর সিরি ‘আ’ শিরোপা জিততে ব্যর্থ হওয়া দলকে পাস করিয়ে আর দায়িত্ব ধরে রাখছেন না কন্তে। চ্যাম্পিয়ন হওয়ার তিন সপ্তাহের মধ্যেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইন্টারের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। যেখানে তারা লিখেছে, ‘উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে অ্যান্তনিও কন্তের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাবের জন্য তিনি যা করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ।’ কন্তে দায়িত্ব ছেড়ে দেয়ার পর এখন ইন্টারের নতুন কোচ হিসেবে সিমিও ইনজাঘি বা মাসিমিলানো অ্যালেগ্রির নাম ভাবা হচ্ছে বলে জানাচ্ছে ইতালিয়ান সংবাদমাধ্যম। ২০১৯ সালে ইন্টারের দায়িত্ব নিয়েছিলেন কন্তে। প্রথম মৌসুমে সিরি ‘আ’য় দ্বিতীয় অবস্থানে তোলেন দলকে। এছাড়া উয়েফা ইউরোপা লিগে রানার্স আপ হয় ইন্টার। আর পরের মৌসুমে এসে ফুরোলো এক দশকের অপেক্ষা।