কোভিডের বিরুদ্ধে ‘যুদ্ধে’ রয়েছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

0

লোকসমাজ ডেস্ক॥ কোভিডের বিরুদ্ধে বিশ্ব একটি ‘যুদ্ধে’ আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুঁতেরা। তাই মহামারি মোকাবেলায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো পদক্ষেপ গ্রহণের কথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক অধিবেশন উদ্বোধন করতে গিয়ে সোমবার এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এন্তোনিও বলেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে ‘ভোগান্তির সুনামি’ হচ্ছে। তিনি কোভিডে ৩৪ লাখ মানুষের মৃত্যুর কথা তুলে ধরেন। যেই ৫০ কোটি মানুষ চাকরি হারিয়েছেন তাদের দুর্দশার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, সবথেকে ঝুঁকিতে থাকারাই বেশি ভুগছেন। আমার আশঙ্কা, এই দুর্দিন শেষ হতে আরো অনেক সময় লাগবে। ধনী রাষ্ট্রগুলো তার জনগণের বড় অংশটিকে ভ্যাকসিন প্রদান করেছে এবং অর্থনীতি খুলে দিয়েছে। কিন্তু দরিদ্র রাষ্ট্রগুলো এখনো কোভিডের কারণে ভুগছে। এসব দেশে আবারো সংক্রমণের উচ্চমাত্রা এবং নতুন ঢেউ লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। ফলে বৈশ্বিক অর্থনীতির গতি কমে আসতে পারে। এরপরই এন্তোনিও বলেন, আমরা এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে আছি। আমাদের এখন যুদ্ধকালীন অর্থনীতি চালু প্রয়োজন। আমাদেরকে যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে হবে। এরমধ্য দিয়ে তিনি ভ্যাকসিনের প্রতি ইঙ্গিত দিয়েছেন।