প্রথম হিন্দি মিউজিক ভিডিওতেই বাজিমাত ঋতাভরীর

0

লোকসমাজ ডেস্ক॥ এবার মিউজিক ভিডিওতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আজ শুক্রবার নিজের প্রথম হিন্দি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন তিনি। ঋতাভরীর এই গানে বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক স্বানন্দ কিরকিরে যাবতীয় সাপোার্ট দিয়েছেন। আর মিউজিক ভিডিওতে ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধেছেন ‘থাপ্পড়’ সিনেমা খ্যাত অভিনেতা পাভেল গুলাটি। জানা গেছে, বৃষ্টির আমেজে প্রেমের এই গানের কথা লিখেছেন ঋতাভরী নিজেই। এছাড়া গানের সুরও তিনি সাজিয়েছেন। এতে শুধু জনপ্রিয় ‘রঙ্গি সারি’ গানটির অংশ গেয়েছেন স্বানন্দ কিরকিরে। সদ্য প্রকাশিত মিউজিক ভিডিও সেনা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন পাভেল। গানটি সব মহলে প্রশংসিত হচ্ছে বলে জানা গেছে। মিউজিক ভিডিওটির মাঝে বিরহের ব্যথা থাকলেও শেষে রয়েছে মনের মানুষ ফেরার আনন্দ। উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে নিজের গাওয়া ‘রূপ সাগরে’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ঋতাভরী। অনেকেই সেই মিউজিক ভিডিও থেকে তার গানের প্রশংসা করেছেন। সূত্র : সংবাদ প্রতিদিন।