২২-এ পা শাহরুখকন্যা সুহানার, যা লিখলেন মা গৌরি

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে হওয়ায় সুহানা সবসময় থাকেন আলোচনার কেন্দ্রে। গতকাল ২২ মে ২২ বছরে পা দিয়েছেন সুহানা। জন্মদিনে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন শাহরুখকন্যা। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার মা গৌরী খানও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। তোমাকে আজ যেমন ভালোবাসি, কালও ভালোবাসবো … সবসময়ই ভালোবেসেই যাবো।’ উত্তরে সুহানা লিখেছেন, ‘আমিও তোমাকে অনেক ভালোবাসি’। ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক শেষ করে বর্তমানে সুহানা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয় নিয়ে পড়াশোনা করছেন। গুঞ্জন আছে শীঘ্রই বলিউডে অভিষেক হবে সুহানার। এরইমধ্যে সুহানা মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন ।