মেসিকে ২ বছরের জন্য পেতে প্রস্তাব পাঠালো পিএসজি

0

লোকসমাজ ডেস্ক॥ বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সামনের জুনেই। বার্সার জার্সিতে খেলার আর মাত্র দুই মাস বাকি আছে মেসির। এরপর আজন্ম লালিত স্বপ্নের ক্লাবটিকে ছেড়ে দেবেন লিওনেল মেসি। এরপর তার গন্তব্য কোথায়? হয়তো মেসি নিজেও জানেন না। ‘তবে তার জন্য ঠিকানা গড়তে প্রস্তুত ইউরোপের আরও অনেক নামি-দামি ক্লাব। এর মধ্যে গত বছরই তাকে পেতে উঠেপড়ে লেগেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি। এবার সিটিকে পেছনে ফেলে মেসিকে পেতে অনেকদুর সামনে এগিয়ে এসেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমারের সঙ্গে মেসির বন্ধুত্ব, ক্লাবটি আবার হতে চায় ইউরোপের সেরা- সব মিলিয়ে একই রসায়নে মিলে যাচ্ছে মেসি এবং পিএসজির আগ্রহ। সে হিসেবে এবার মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাবই দিয়ে বসলো পিএসজি। ২ বছরের জন্য মেসিকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়ে দিয়েছে তারা। সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। মেসিকে নিয়ে দর কষাকষি অনেক আগেই শুরু হয়েছে। এমনকি বার্সেলোনা পর্যন্ত তাকে ছাড়তে নারাজ। বার্সার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা সরাসরি বলে দিয়েছেন, তারা মেসিকে ছাড়বেন না। কিন্তু ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তো মেসি একেবারেই স্বাধীন। তখন তিনি যে কোনো ক্লাবে ইচ্ছা যেতে পারেন, বার্সায় থাকতে চাইলে থাকতে পারেন। সুতরাং, ইউরোপের অন্য ক্লাবগুলোর সঙ্গে যেভাবে দর কষাকষি চলছে ঠিক একইভাবে চলছে বার্সার সঙ্গেও। ব্রাজিলের জনপ্রিয় টিএনটি স্পোর্টসের উদ্বৃতি দিয়ে স্প্যানিশ পত্রিকা মার্কা বলছে, এরই মধ্যে মেসির জন্য দুই বছরের চুক্তির প্রস্তাব টেবিলে জমা করে দিয়েছে পিএসজি।
ফ্রান্সের এই ক্লাবটির বিশ্বাস, তারা যে প্রস্তাব মেসির জন্য পাঠিয়েছে, ইউরোপের অন্য কোনো ক্লাব তার ধারেকাছেও হয়তো যাবে না। এমনকি বার্সেলোনাও না। অর্থ্যাৎ, সুযোগ বুঝে কোপটা তারা ভালোভাবেই দিয়েছে, যেন মেসিকে পেতে পারে। যদিও কত টাকার প্রস্তাব, সেটা প্রকাশ্যে আনা যায়নি। মেসি চ্যাম্পিয়ন্স লিগ আবারও জিততে চান, পিএসজিও জিততে চায়। যারা গত বছর ফাইনাল খেলেছিল। এ বছর এখনও সেমিফাইনাল পর্যন্ত উঠে গেছে তারা। মেসি এবং পিএসজি, দুই পক্ষেরই চাওয়া এক বিন্দুতে মিলে গেছে। সুতরাং, ফরাসি ক্লাবটির আশা মেসি এ জন্যই তাদের সঙ্গে চুক্তিতে উপনীত হবেন। কিন্তু এরই মধ্যে কোপা ডেল রে শিরোপা জেতার পর লা লিগাও জয়ের সম্ভাবনা থাকায় মেসি এবং বার্সেলোনা আপাতত লিগের দিকেই মনযোগি। লিগ শেষ হতে আর মাত্র মাস খানেক বাকি। এরপরই তারা মেসির বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানাচ্ছে মার্কা। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা চেষ্টা করছেন, জর্জ মেসির সঙ্গে এ বিষয়ে একটা চূড়ান্ত মিটিং করতে। যিনি মেসির এজেন্ট এবং তার বাবা। অন্যদিকে প্রস্তাব দেয়ার পর পিএসজি অপেক্ষায় আছে মেসির পক্ষ থেকে একটি জবাব পাওয়ার। তাদের বিশ্বাস, এই প্রস্তাবে হয়তো এবার আর না করবে না মেসি।