লকডাউনের শঙ্কায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা

0

লোকসমাজ ডেস্ক॥বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি হারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইউরোপে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রমের ধীরগতির প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। তবে বিপরীতে বেড়েছে ডলারের দাম। খবর রয়টার্স।
ব্রেন্ট ক্রুডের দাম ২.২ ডলার অথবা ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬২.৪২ ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক তেলের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ ডলার ১০ সেন্ট বা ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৯.৪৬ ডলার। গত সপ্তাহের তুলনায় দুটির দামই ৬ শতাংশ কমেছে।
জ্বালানি তেল রফতানিকারক দেশগুলো করোনা মহামারীর প্রভাবে তেল উৎপাদন কমিয়ে এনেছিল, যাতে বিশ্ববাজারে কিছুটা ভারসাম্য বজায় থাকে। অন্যদিকে মার্কিন জ্বালানি তেল উত্তোলক প্রতিষ্ঠানগুলো সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করেছে। জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়ে দিয়েছে তারা, যাতে চাহিদা বাড়লে যোগান দিতে সমস্যা না হয় এবং দামও ভালো পাওয়া যায়। বলা হয়, গ্যাস ও তেল উত্তোলক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখলে বাজারের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয় যায়। দেখা গেছে, জ্বালানি তেল উত্তোলনের হার উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে তারা।
এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে লকডাউন বাড়ানোর চিন্তা করছে জার্মান, ফ্রান্সসহ বিশ্বের বড় বড় অথনৈতিক দেশগুলো। এসব কারণে জ্বালানি তেলের বাজারে কিছুটা অস্থিরতা বিরাজ করছে।