লেনদেনে সপ্তাহের সেরা বেক্সিমকো

0

লোকসমাজ ডেস্ক॥দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এই সময় কোম্পানিটির লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার। যা ডিএসইর পুরো লেনদেনের ১১ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি দীর্ঘ দিন ধরেই সেরা তালিকাটি দখল করে আছে।সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গেলো সপ্তাহে বেক্সিমকোর ৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার শেয়ার বেচাকেনা হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ১৪৩ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৪৫ শতাংশ।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড লেনদেনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১১১ কোটি ৫৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৪ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লুব-রেফ বাংলাদেশ, জিবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।