তিফার টার্গেট

0

লোকসমাজ ডেস্ক॥ মডেল-অভিনেত্রী তৌহিদা তাসনিম তিফা। ২০১৮ সালে মাবরুর রশিদ বান্নার ‘হোম টিউটর’ নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় নাম লেখেন। এরপর অমির ‘ব্যাচেলর ট্রিপ’সহ আরো কয়েকটি নাটকে দেখা যায় তাকে। কিন্তু পড়ালেখার জন্য অভিনয়ে নিয়মিত হতে পারেননি। তবে এই সময়ে আবারো অভিনয়ে মনোযোগী হচ্ছেন তিনি। এরইমধ্যে এই গ্ল্যামারকন্যা নাম লিখেছেন ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার টপ টেনে আছেন বলে জানান তিনি। তিফা বলেন, মাঝে পড়ালেখার জন্য শোবিজে কাজ করা হয়নি।
এরমধ্যে আমার এলএলবি শেষ হয়েছে। এখন কাজে মনোযোগ দিতে চাই। ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ প্রতিযোগিতার টপ টেনে আমি আছি। আমার বিশ্বাস এখানে আমি ভালো কিছু করতে পারবো। সেই প্রস্তুতি নিচ্ছি। আগামীর পরিকল্পনা নিয়ে তিফা কথা বলেন। তার ভাষ্য, অভিনয়ে আমি আরো অনেক দূর যেতে চাই। নিজেকে প্রতিষ্ঠিত করাই আমার এখন টার্গেট। এখন আমাদের অনেক শিল্পী কাজ করছেন। এখানে আসা যতটা সহজ, টিকে থাকা আরো বেশি কঠিন। যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।