দুঃস্বপ্ন ভুলে দারুণ ব্যাটিং আফগানিস্তানের

0

লোকসমাজ ডেস্ক॥ সিরিজের প্রথম টেস্টটা আফগানিস্তানের জন্য গেছে রীতিমত দুঃস্বপ্নের মতো। দুই ইনিংস মিলিয়েও তিনশো রান করতে পারেনি আফগানরা। দুই ইনিংসে তারা আটকে যায় ১৩১ আর ১৩৫ রানে। আবুধাবিতে সেই টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর জিম্বাবুয়ের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানেই হারে আফগানিস্তান। তবে একই ভেন্যুতে আফগানরা দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
দুই ইনিংস মিলিয়ে আগের টেস্টে তিনশো ছুঁতে না পারা দলটি টেস্টের প্রথম দিন শেষ করেছে ৩ উইকেটে ৩০৭ রান নিয়ে। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন আসঘর আফগান। সেঞ্চুরির দোরগোড়ায় হাসমতউল্লাহ শহীদিও। যদিও টস জিতে ব্যাট করতে নেমে এবারও শুরুতে ধাক্কা খেয়েছিল আফগানরা। দলীয় ৬ রানের মাথায় সাজঘরের পথ ধরেন জাভেদ আহমেদি। এরপর সেট হয়ে রানআউটের কবলে পড়েন রহমত শাহ (২৩)। দারুণ খেলতে থাকা ইব্রাহিম জাদরানের ইনিংস থামে ৭২ রানে। তবে চতুর্থ উইকেটে জিম্বাবুইয়ান বোলারদের আর পাত্তা দেননি আসঘর আর হাসমতউল্লাহ। তারা অবিচ্ছিন্ন আছেন ১৮৬ রানে। আসঘর ১৩৫ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় অপরাজিত আছেন ১০৬ রানে। ২২৯ বলে ১২ চারে টেস্ট মেজাজের ইনিংস খেলে ৮৬ রানে অপরাজিত হাসমতউল্লাহ।