যশোরে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ইনস্যুরেন্সের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে সোমবার যশোরে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শামীম আক্তার বিশ্বাস নামে একজন গ্রাহক এ মামলা করেছেন। তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামের মৃত আব্দুল খালেক বিশ্বাসের ছেলে। জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের চেয়ারম্যান বোরহান উদ্দীন, এমডি শরীফ ইসলাম শরীফ, এডিশনাল এমডি মোরশেদ আলম সিদ্দিকী, এজিএম সাকাওয়াত হোসেন, ডিজিএম নূর নবী মানিক ও ক্যাশিয়ার কাম চেক লেখক মুনাইম। বাদী শামীম আক্তার বিশ্বাসের অভিযোগ, তিনি পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড যশোর শাখার একজন পলিসি গ্রাহক। তিনি ওই কোম্পানি থেকে জানতে পারেন, তার মত আরো ৫শ’ ব্যক্তি বিভিন্ন মেয়াদের পলিসি গ্রাহক হয়েছেন। গ্রাহকরা এক কোটি টাকা জমাও দিয়েছেন। এরপর গ্রাহকদের পলিসির মেয়াদ শেষ হলে পাওনা পরিশোধের জন্য বেশ কয়েকবার অফিসে আসামিদের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু বারবার তাগাদা দেয়া সত্বেও আসামিরা তারসহ গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে নানা তালবাহান করছেন। ফলে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।