সারাদেশে করোনার গণটিকা শুরু

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস থেকে বাঁচতে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে গতকাল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন।প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনাসম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাচ্ছেন। এদিকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নেন হাইকোর্টের বিচারপতি জিনাত হক ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম। টিকা নেওয়ার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, করোনা টিকা নিয়ে মানুষের ভীতি কেটে যাবে। ইতিমধ্যেই দেশে আসা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ টিকা দিয়েই শুরু হয় এই টিকাদান কর্মসূচি। এর মধ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ২০ লাখ এবং বাংলাদেশ কিনেছে ৫০ লাখ টিকা। সংবাদদাতাদের পাঠানো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টিকা দানের খবর-
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, সকালে টিকাদান কর্মসূচীর আওতায় প্রথম টিকা গ্রহণ করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী। তারপর দ্বিতীয় টিকা গ্রহণ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজীব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান প্রমুখ। হাসপাতাল সূত্রে জানা গেছে, টিকাদান শুরুর পর উপজেলার ২০ থেকে ২৫জন ব্যক্তিকে বিনামূল্যে করোনার টিকা প্রদান করা হয়। গতকাল পর্যন্ত উপজেলায় ২৩৬জন করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন বলেও জানানো হয়।
মাগুরা সংবাদদাতা জানান, মাগুরায় প্রথম টিকা নিলেন ২৫০শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডু। মাগুরা স্বাস্থ্যবিভাগের আয়োজনে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন শহীদুলাহ দেওয়ান, মাগুরা মেডিকেল কলেজের অধ্য দীন উল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, জেলায় প্রথম টিকা গ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন। সিভিল সার্জন সেলিনা বেগম জানান, উদ্বোধনী দিনে ১০৪ জনকে টিকা দেওয়া হবে। এর আগে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কোটচাঁদপুরে প্রথম টিকা নেন থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। পরে পর্যায়ক্রমে টিকা নেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন নেছা মিকি, নবাগত মেয়র সহিদুজ্জামান সেলিম, প্রেস কাব কোটচাঁদপুরের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মৃদুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানিয়েছেন। সুরক্ষা অ্যাপের মাধ্যমে ২৯৯জন রেজিস্ট্রেশন করেছিলেন।
বাগেরহাট সংবাদদাতা জানান, সকাল ১১টায় বাগেরহাট সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনে প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হককে টিকা প্রদান করেন সিনিয়র স্টাফ নার্স শাশীম আরা খানম। এরপরেই পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়কে টিকা দেন সিনিয়র স্টাফ নার্স নাজমা খানম। ডিসি, এসপির পরে টিকা নেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির। একে একে জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)-র যুগ্ম পরিচালক শরীফ উদ্দিন আহমেদ, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, জনপ্রতিনিধি আফরোজা খানম, গণমাধ্যমকর্মী বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুলসহ অনেকেই টিকা গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, সদর হাসপাতালের এ কর্মসুচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এ.এস.এম. মারুফ হাসান প্রথম করোনার টিকা নেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ,পুলিশ সুপার জাহিদুল ইসলাম ,সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, বিএমএর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন, ডা.আতাউর রহমান, ডা.মাহাবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্যবিভাগের সদস্য ও গণমাধ্যম কর্মী । চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এ.এস.এম. মারুফ হাসান জানান,শনিবার রাত পর্যন্ত ১হাজার ৮১৬ জন মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিন ৪২০ জনকে টিকা দেয়া হবে।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার প্রথম এ টিকা গ্রহন করে এর কার্যক্রম উদ্ধোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও টিকা নেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রেহানা ও রুনু।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কালীগঞ্জে করোনার প্রথম ভ্যাকসিন নিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। রবিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিজের শরীরে টিকা নিয়ে কার্য়ক্রম উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা, হাসপাতাল স্বাস্থ্য কমিটির সদস্য মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, প্রথমেই করোনার টিকা নিলেন ডাক্তাররা। বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এ কার্যক্রমের উদ্বোধন করেন। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপেক্সের টিকাদান কেন্দ্রে ডা. বৈদ্যনাথ সাহা, ডা. শাহ ফয়েজ আলম, ডা. প্রবীর কুমার দে শ্যাম, ডা. শাহ ফজল এলাহীসহ কয়েকজন কোভিড- ১৯ করোনার টিকা তাদের শরীরে নিয়ে কার্যক্রম শুরু করেন।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রথম টিকা নেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। এরপর রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, এস আই মনির হোসেন, এস আই সঞ্জয়, অধ্য মজনুর রহমান টিকা গ্রহণ করেন। প্রথম দিন ১৯ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা. কর্মকর্তা সুকান্ত কুমার পাল।
ফুলতলা (খুলনা) অফিস জানায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরার পরিচালনায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও সাদিয়া আফরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার। টিকা গ্রহণের জন্য উপজেলার ১০২০ ব্যক্তি তালিকা জমা দেন।