দ্রুত কোভ্যাক্সের টিকা পাঠাতে হু’র প্রতি ঢাকার আহ্বান

0

লোকসমাজ ডেস্ক॥ নিম্ন্ন ও মধ্য আয়ের দেশগুলোতে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দ্রুত টিকা সরবরাহে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও সিইপিআই’র প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জেনেভাস্থ জাতিসংঘের দপ্তরে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এ আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান মহামারি পরবর্তী সময়ে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য বলিষ্ঠ আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর জোর দেন। তিনি বলেন, চলমান মহামারি বিশ্বস্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাকে উন্মোচিত করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেরুয়াসুস গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সময়োচিত ও সঠিক সিদ্ধান্তের প্রশংসা করেন। একই সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্বাহী কমিটির সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্রান্ত ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’- গ্রুপের কো-চেয়ার হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মহাপরিচালক। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের সভায় পাঁচটি রেজ্যুলেশন ও ১৩টি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মানসিক স্বাস্থ্য ও ওরাল হেল্‌থ সংক্রান্ত দু’টি রেজ্যুলেশনে কো-স্পন্সর করে বাংলাদেশ।