নতুন করে মন্দার মুখে বৈশ্বিক উৎপাদন

0

লোকসমাজ ডেস্ক॥করোনা মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বৈশ্বিক ইস্পাত উৎপাদন খাত। এ ধারাবাহিকতায় গত জুলাই থেকে প্রতি মাসেই ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে। অক্টোবরে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়ে ১৬ কোটি টনের মাইলফলক ছাড়িয়ে যায়। তবে নভেম্বরে নতুন করে মন্দার মুখে পড়েছে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদন। নেমে এসেছে ১৬ কোটি টনের নিচে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মেটাল বুলেটিন ও রয়টার্স।
ডব্লিউএসএর প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনভুক্ত ৬৪ দেশে চলতি বছরের নভেম্বরে সব মিলিয়ে ১৫ কোটি ৮৩ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এর আগের মাসে বৈশ্বিক ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল রেকর্ড ১৬ কোটি ১৯ লাখ টন। সেই হিসাবে এক মাসের ব্যবধানে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদন কমেছে ৩৬ লাখ টন। তবে আগের মাসের তুলনায় কমলেও ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত নভেম্বরে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদন বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।
গত জানুয়ারিতে বিশ্বজুড়ে ১৫ কোটি ১২ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল বলে জানিয়েছে ডব্লিউএসএ। করোনা মহামারীর জের ধরে পরের দুই মাসে তা কমে দাঁড়ায় যথাক্রমে ১৪ কোটি ৪৪ লাখ ও ১৪ কোটি ৭১ লাখ টনে। এপ্রিলে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন আরো কমে ১৩ কোটি ৬৫ লাখ টনে নেমে আসে। চলতি বছর এটাই শিল্প ধাতুটির সর্বনিম্ন উৎপাদনের রেকর্ড।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মে মাসে বিশ্বজুড়ে ইস্পাত উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৮৮ লাখ টনে। জুনে তা ১৪ কোটি ৮৩ লাখ টনে নামে। তবে জুলাই থেকে ধারাবাহিকভাবে বেড়েছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন। ওই মাসে বিশ্বজুড়ে ১৫ কোটি ২৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। আগস্ট ও সেপ্টেম্বরে শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদন আরো বেড়ে যথাক্রমে ১৫ কোটি ৬২ লাখ ও ১৫ কোটি ৬৪ লাখ টনে উন্নীত হয়।
চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। নভেম্বরে দেশটিতে সব মিলিয়ে ৮ কোটি ৭৭ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি।
শিল্প ধাতুটির বৈশ্বিক উৎপাদনকারীদের শীর্ষ তালিকায় ভারত ও জাপান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। গত মাসে ভারতে উৎপাদন হয়েছে ৯২ লাখ টন ইস্পাত, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। এক বছরের ব্যবধানে ৫ দশমিক ৯ শতাংশ কমে গত নভেম্বরে জাপানে শিল্প ধাতুটির উৎপাদন ৭৩ লাখ টনে নেমেছে।
এ সময় দক্ষিণ কোরিয়ায় উৎপাদন হয়েছে ৫৮ লাখ টন ইস্পাত, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম। ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় দেশটি চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ৬১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ কম। এ সময় তুরস্ক ও ব্রাজিলে যথাক্রমে ৩২ লাখ ও ৩০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। তুরস্কে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। ব্রাজিলে বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ।
এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে জার্মানিতে গত মাসে ৩৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮ শতাংশ বেশি। ইতালি ও ফ্রান্সে গত মাসে শিল্প ধাতুটির সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে যথাক্রমে ২০ লাখ ও ১১ লাখ টনে। ইতালিতে উৎপাদন বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। ফ্রান্সে বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
চলতি বছরের অক্টোবরে ইউক্রেনে শিল্প ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৭ লাখ টনে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ডব্লিউএসএ।