সাংবাদিকরা পুলিশ নির্ভর হয়েছে,যশোরে রিপোর্টিং কর্মশালায় পিআইপি মহাপরিচালক

0

স্টাফ রিপোর্টার॥ সাগর-রুনি হত্যাকাণ্ডের অনুসন্ধান হয়নি, সাংবাদিকরা পুলিশ নির্ভর হয়েছে এমন কথা বলেছেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। যশোরে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিআইবি এই কর্মশালা আয়োজন করে। যশোর সার্কিট হাউসে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। জনকল্যাণে অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কারণে নানা অসঙ্গতির চিত্র উঠে আসে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ওয়ান ইলেভেনের সময় সংসদ অকার্যকর ছিল। সেই সময় সংসদের ভূমিকা পালন করেছে গণমাধ্যম। কোভিড মোকাবেলায় জনমত গঠনে গণমাধ্যম কাজ করেছে। সাংবাদিকরা ঘরে বসে থাকেনি। সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, পিআইবি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া আর কোথাও সরকারি খরচে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয় না। তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের ব্যর্থতা সাগর রুনি হত্যাকাণ্ডের অনুসন্ধান হয়নি। সাংবাদিকরা পুলিশ নির্ভর হয়েছে। সাংবাদিকদের অনেকে বলার চেষ্টা করেছেন নেপথ্যে প্রভাবশালী। প্রভাবশালী তো থাকবেই। ইতিহাসের দিকে তাকালে দেখা গেছে প্রভাবশালীদের চাপের মুখে সাংবাদিকতা থেমে থাকেনি। ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। স্বাগত বক্তব্য রাখেন পিআইবির কর্মশালা সমন্বয়ক জিলহাজ উদ্দীন নিপুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫জন সাংবাদিক অংশ নিয়েন।