বাড়তি উৎপাদনে প্রত্যাশা ছাড়াবে রাশিয়ার গম রফতানি

0

লোকসমাজ ডেস্ক॥ একদিকে বাড়তি উৎপাদন, অন্যদিকে রফতানি বাজারগুলোয় ক্রমবর্ধমান চাহিদা—এ দুইয়ের জের ধরে ২০২০-২১ মৌসুমে রাশিয়া থেকে গম রফতানিতে চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। মস্কোভিত্তিক কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সভইকন বলছে, ২০২০-২১ মৌসুমে রাশিয়ার গম রফতানি আগের প্রাক্কলনের তুলনায় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি পৌঁছে যেতে পারে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
গম উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় রাশিয়ার অবস্থান পঞ্চম। তবে রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ। সভইকনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪ কোটি ৮ লাখ টন গম রফতানির সম্ভাবনা রয়েছে। আগের প্রাক্কলনের তুলনায় রাশিয়ার সম্ভাব্য গম রফতানির নতুন এ পূর্বাভাস ১০ লাখ টন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৭-১৮ মৌসুমে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি গম রফতানির রেকর্ড হয়েছিল। ওই মৌসুমে কৃষিপণ্যটির রফতানির পরিমাণ দাঁড়িয়েছিল ৪ কোটি ৯ লাখ টন। সেই হিসাবে ২০২০-২১ মৌসুমে দেশটিতে প্রাক্কলন অনুযায়ী গম রফতানি হলে তা ২০১৭-১৮ মৌসুমের রেকর্ড সর্বোচ্চের তুলনায় সাকল্যে এক লাখ টন কম হবে।
সভইকনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে রাশিয়ায় সব মিলিয়ে ৮ কোটি ৫৩ লাখ টন গম উৎপাদন হতে পারে। আগের প্রাক্কলনের তুলনায় রাশিয়ার সম্ভাব্য গম উৎপাদনের নতুন এ পূর্বাভাস নয় লাখ টন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। মূলত আবহাওয়া অনুকূল থাকায় (বিশেষত কৃষ্ণসাগরীয় অঞ্চলে) ২০২০-২১ মৌসুমে রাশিয়ায় গমের বাম্পার ফলনের প্রত্যাশা করা হচ্ছে।
বাড়তি উৎপাদনের কারণে মৌসুমজুড়ে রুশ রফতানিকারকরা গম রফতানি বাড়ানোর চেষ্টা করবেন। তা না হলে রাশিয়ার বাজারে কৃষিপণ্যটির দরপতনের আশঙ্কা রয়ে যায়। এতে কৃষক ও ব্যবসায়ী দুই পক্ষেরই আর্থিকভাবে লোকসান হবে। আন্তর্জাতিক বাজারেও রুশ গমের চাহিদা বাড়তির দিকে রয়েছে। বিশেষত করোনাকালে এশিয়া ও আফ্রিকার দেশগুলো রাশিয়া থেকে কৃষিপণ্যটির আমদানি বাড়িয়েছে। এসব কারণে ২০২০-২১ মৌসুমে রাশিয়ার গম রফতানি চাঙ্গা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সভইকন মৌসুম ধরে পূর্বাভাস দিলেও মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে সালভিত্তিক পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, টানা দুই বছরের মন্দা ভাব কাটিয়ে ২০২০ সালে চাঙ্গা হয়ে উঠতে পারে রাশিয়ার গম রফতানি। চলতি বছর রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৬০ লাখ টন গম রফতানির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪৬ শতাংশ বেশি। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন চলতি বছর শেষে রাশিয়ার গম রফতানি খাতকে চাঙ্গা করে তুলতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
ইউএসডিএর তথ্য অনুযায়ী, গত বছর রাশিয়া সব মিলিয়ে ৩ কোটি ৩৫ লাখ টন গম রফতানি করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাশিয়া থেকে কৃষিপণ্যটির রফতানি বাড়তে পারে ২৫ লাখ টন। এর আগে ২০১৭ সালে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি গম রপতানির রেকর্ড হয়েছিল। ওই বছর দেশটি থেকে কৃষিপণ্যটির সম্মিলিত রফতানি দাঁড়িয়েছিল কোটি ১৪ লাখ টনে। চলতি বছর প্রাক্কলন অনুযায়ী রফতানি হলে ২০১৭ সালের রেকর্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে পারে রাশিয়ার গম রফতানি।