৪৮ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নিট মুনাফা কমেছে ৩,১৫৮ কোটি টাকা

0

লোকসমাজ ডেস্ক॥ গত ২০১৯-২০ অর্থবছরে লাভ-লোকসান মিলিয়ে ৪৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সার্বিক নিট মুনাফা ৩ হাজার ১৫৮ কোটি টাকা কমেছে। আলোচ্য বছরে ৩৫টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিট মুনাফা অর্জন করেছে ১১ হাজার ১৪৭ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে ১৩টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিট লোকসান দিয়েছে ৩ হাজার ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা। লাভ-লোকসান মিলিয়ে ৪৮টি প্রতিষ্ঠানের সার্বিক নিট মুনাফা দাঁড়িয়েছে ৭ হাজার ৫১৯ কোটি ৩১ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এর আগের অর্থবছরে (২০১৮-১৯) লাভ-লোকসান মিলিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিট মুনাফার পরিমাণ ছিল ১০ হাজার ৬৭৭ কোটি ২৩ লাখ টাকা। ওই অর্থবছরে ৪০টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মোট ১৩ হাজার ২০৬ কোটি ৬৩ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছিল এবং ৮টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মোট নিট লোকসান দিয়েছিল ২ হাজার ৫২৯ কোটি ৪০ লাখ টাকা। অর্থ বিভাগ জানায়, সর্বশেষ ২০১২-১৩ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লাভ-লোকসান মিলিয়ে প্রায় ২ হাজার ৬০৫ কোটি টাকা নিট লোকসান দিয়েছিল। এরপর ২০১৩-১৪ অর্থবছর থেকে প্রতিষ্ঠানগুলো লাভ-লোকসান মিলিয়ে সার্বিকভাবে মুনাফায় রয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, গত ২০১৯-২০ অর্থবছরে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশেরই মুনাফা আগের অর্থবছরের তুলনায় কমেছে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, দীর্ঘদিনের শীর্ষ লোকসানী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ (বিপিডিবি) গত অর্থবছরে ১০১ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। এর আগের অর্থবছরে (২০১৮-১৯) প্রতিষ্ঠানটি ১৪৪ কোটি ৩০ লাখ টাকা লোকসান দিয়েছিল।
মুনাফা কমে যাওয়া শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি) ৪ হাজার ৯০ কোটি ৮০ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৪,৭৬৮.৪২ কোটি টাকা); ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন’ (বিটিআরসি) ২ হাজার ২৫৭ কোটি ৬৭ লাখ টাকা (এর আগের অর্থবছরে ২,৭৫৭.৬১ কোটি টাকা); ‘সিভিল এভিয়েশন অথরিটি’ (সিএএ) ৫৩৬ কোটি ৫৮ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৮৪০.০৬ কোটি টাকা) ও রাজউক ২৮৩ কোটি ৬০ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৫০১ কোটি টাকা) মুনাফা অর্জন করেছে।
অন্যদিকে হাতে গোনা যে কয়টি প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে সেগুলোর মধ্যে ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি) ৮৬৮ কোটি ১৫ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৬৬৭.১৫ কোটি টাকা); পেট্রোবাংলা ৮৫৬ কোটি ৯২ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৭৬৯.৯৮ কোটি টাকা); ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন’ (বিএসইসি) ৮১ কোটি ৮৫ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৩৯.৮৯ কোটি টাকা) মুনাফা অর্জন করেছে।
এছাড়া লোকসানী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি)-এর লোকসান বেড়েছে এবং লোকসান দিয়েছে মুনাফা অর্জনকারী ‘ঢাকা ওয়াসা’। গত অর্থবছরে বিসিআইসি ৭২৬ কোটি ৯ লাখ টাকা (এর আগের অর্থবছরে ৫৭৪.৬৩ কোটি টাকা) এবং ঢাকা ওয়াসা ২৯৩ কোটি ৭৮ লাখ টাকা লোকসান দিয়েছে (এর আগের অর্থবছরে ৩৯৬.৭৩ কোটি টাকা মুনাফা অর্জন করেছিল)। অন্যান্যের মধ্যে ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন’ ১ হাজার ৬১ কোটি ৬৭ লাখ টাকা; ‘বালাদেশ জুট মিলস কর্পোরেশন’ ৭৪১ কোটি ১৯ লাখ টাকা; বিআরটিসি ৬৮ কোটি ৯৮ লাখ টাকা; বিএসটিআই ২৬ কোটি ৯০ লাখ টাকা ও বিটিএমসি ২১ কোটি ৬ লাখ টাকা লোকসান দিয়েছে।