মেসির খেলা আরও ভালো হতে পারত : বার্সা কোচ

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোতে উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়েছিলেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব ছাড়া বিষয়ক নানান ঝামেলার পরও মাঠের খেলায় বরাবরের ন্যায় উজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু উল্টোটাই দেখা যাচ্ছে মৌসুমের প্রতিযোগিতামূলক খেলা শুরু হতেই। স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ১টি গোল করতে পেরেছেন মেসি। এসিস্ট করতে পারেননি একটিও। তার দল বার্সেলোনার অবস্থাও যে ভালো, তা বলার সুযোগ নেই। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের বার্সেলোনার অবস্থান নবম। এমতাবস্থায় বার্সা কোচ রোনাল্ড কোম্যান মনে করছেন, নতুন মৌসুমে মেসির পারফরম্যান্স আরও ভালো হতে পারত। তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নন তিনি। খুব শিগগিরই নিজের সেরা ছন্দে ফিরবেন মেসি, এ ব্যাপারেও আশাবাদী বার্সেলোনার নতুন এ কোচ।
মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে সংবাদমাধ্যমে কোম্যান বলেছেন, ‘হয়তো, এ মুহূর্তে মেসির খেলা আরও ভালো হতে পারত। তবে সে নিজে খুশি আছে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং নিজ থেকেই নেতা হতে চায়। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’ সবশেষ শনিবার রাতে গেটাফের বিপক্ষে ম্যাচে ০-১ গোলে হেরেছে বার্সেলোনা। নতুন মৌসুমে এটিই তাদের প্রথম পরাজয়। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকলেও, ম্যাচ হেরে উল্টো ৯ নম্বরে চলে গেছে কাতালান ক্লাবটি। সেই ম্যাচে দূর্ভাগ্যও একটা কারণ ছিল বলে মন্তব্য করেছেন কোম্যান। তার ভাষ্য, ‘মেসির খানিক দূর্ভাগ্যও ছিল। গেটাফের বিপক্ষে ম্যাচটিতে তার শট পোস্টে লাগল। অথচ অন্যদিন এই শট ভেতরে ঢুকে যায়। তার পারফরম্যান্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি নিশ্চিত সামনের দিনগুলোতে আমরা তার সেরা পারফরম্যান্সের দেখা পাবো।’