নোবেলের স্বপ্ন পূরণ

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় সংগীতবিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামাপা। সেখানে বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল লড়াই করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। বাংলাদেশের মানুষের কাছে সারেগামাপা জনপ্রিয় হয়ে উঠেছিল নোবেলের কারণেই। তবে মাঝে বেশ কয়েকবারই বিতর্কে জড়িয়েছেন নোবেল। বিশেষ করে বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের নিয়ে নেতিবাচক পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও নোবেল বলেছেন, সেটি ছিলো তার গানের প্রচারণার একটা পন্থা! এদিকে সাম্প্রতিক সময়ে তিনি গানে মনোযোগী হয়েছেন বেশ। আর সম্প্রতি স্বপ্নপূরণ হয়েছে নোবেলের। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে দেখা করেছেন নোবেল। কদিন আগে আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের ‘এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে.’ গানটি কাভার করে নিজের চ্যানেলে প্রকাশ করেন। নোবেলের চ্যানেলেও গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়।
সম্প্রতি আসিফের সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন নোবেল নিজের ফেসবুক পেজে। সেখানে দেখা গেল সেই গায়কের সঙ্গেই আড্ডা দিচ্ছেন ও গাইছেন নোবেল। একসাথে ছবিও তুলছেন। আসিফের সঙ্গে সাক্ষাতের সময় নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন নোবেল। আসিফের সঙ্গে ‘এখনো মাঝে মাঝে, মাঝরাতে ঘুমের ঘোরে’ গান গাইলেন। নোবেল এই ভিডিও প্রকাশ করে লিখেছেন, স্বপ্ন হলো সত্যি।