মেসির কারণে রোনালদোর সঙ্গে জুটি বাঁধা হচ্ছে না সুয়ারেজের

0

লোকসমাজ ডেস্ক॥ অনড় অবস্থান থেকে সরে আসছেন লিওনেল মেসি। আগামী মৌসুমেও বার্সেলোনার জার্সিতেই আর্জেন্টাইন সুপারস্টারকে দেখা যাবে বলে খবর প্রকাশ করেছে ইউরোপের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। মেসির ‘সিদ্ধান্ত বদল’ প্রভাব ফেলেছে লুইস সুয়ারেজের মনেও। বন্ধু মেসির কারণেই জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি বাঁধা হচ্ছে না সুয়ারেজের। এমনটাই জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়ার দেল্লো স্পোর্ত’।
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ লুইস সুয়ারেজ। ৩৩ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে বার্সেলোনা সম্প্রতি অসৌজন্যমূলক আচরণ করেছে বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের। গত ছয় বছরেরও বেশি সময় কাতালানদের জার্সিতে ১৯৮ গোল করা সুয়ারেজকে ক্লাব ছাড়তে বলেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। বার্সেলোনার জন্য নিজেকে উজাড় করে দেয়া এই উরুগুইয়ান তারকাকে এভাবে সরাসরি বলায় মনক্ষুন্ন হন মেসি। আর্জেন্টাইন মহাতারকা ক্লাব ছাড়ার ঘোষণা দিলে নতুন ক্লাব খোঁজাও শুরু করেন সুয়ারেজ। জুভেন্টাসে খেলার জন্য মৌখিক সম্মতিও দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার লিওনেল মেসি বার্সেলোনায় ২০২০-২১ মৌসুম পর্যন্ত থাকছেন বলে খবর প্রকাশের পর সুয়ারেজের জুভেন্টাসে যোগ দেয়া নিয়ে সংশয় দেখা দেয়। স্প্যানিশ সংবাদমাধ্যম দেপোর্তেস কুয়াত্রো জানিয়েছে, নিজের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বন্ধু লিওনেল মেসির বাড়িতেও গিয়েছিলেন সুয়ারেজ। প্রতিবেদনে তারা আরো জানায়, ন্যু ক্যাম্পে থেকে গেলে সুয়ারেজকে ধরে রাখার ব্যাপারে লিওনেল মেসি বার্সেলোনার সঙ্গে কথা বলবেন।