অলিম্পিকে জাতীয় পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল

0

লোকসমাজ ডেস্ক॥ টোকিও অলিম্পিকের মার্চপাস্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বিওএ মহাসচিব বলেছেন, ‘২০১৬ সালে রিও অলিম্পিক গেমসে গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় তাকে ওই গেমসে বাংলাদেশের পতাকা বহনের জন্য মনোনীত করা হয়েছিল। টোকিও অলিম্পিক গেমসে আরচার রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও ২৩ ও ২৪ জুলাই খেলা থাকায় তাকে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা বহন করার জন্য মনোনীত করা সম্ভব হয়নি।’
‘অপরদিকে শ্যুটার আব্দুল্লাহ হেল বাকীর খেলা ২৫ জুলাই হওয়ায় তাকেও আমরা বিবেচনায় রাখছি না। তাই টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম অলিম্পিক সলিডারিটির তত্ত¡াবধানে ৩ বছর যাবত ফ্রান্সের প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। গত এসএ গেমসে রৌপ্য পদক জয় করেন এই সাঁতারু।