লিডসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন রদ্রিগো

0

লোকসমাজ ডেস্ক॥ লিডস ইউনাইটেডকে মার্সেলো বিয়েলসা বলে দিয়েছিলেন, এই খেলোয়াড়কে তার চাই-ই চাই। বিশাল সাফল্য এনে দেওয়া কোচের চাহিদা না মিটিয়ে পারে তারা! রদ্রিগোকে আনতে তাই রেকর্ডই গড়তে হলো লিডসকে। নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে ইংলিশ ক্লাবটি ঘরে তুলেছে এই ফরোয়ার্ডকে। ভ্যালেন্সিয়া থেকে তাকে আনতে লিডসের খরচ হয়েছে ২৯ মিলিয়ন ইউরো (২৬ মিলিয়ন পাউন্ড)। এটাই লিডসের রেকর্ড ট্রান্সফার। এর আগের রেকর্ডটি ছিল রিও ফার্ডিনান্ডের দলবদল। ২০০০ সালে ওয়েস্ট হ্যাম থেকে সাবেক ইংলিশ অধিনায়ককে আনতে তাদের খরচ হয়েছিল ১৮ মিলিয়ন পাউন্ড। বিয়েলসার অধীনে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস। নতুন শুরুর অপেক্ষায় থাকা দলটি শক্তি বাড়াতে নেমেছে গ্রীষ্মকালীন দলবদলে। শুরুতেই তারা দলে ভিড়ালো রদ্রিগোকে। ২৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের চুক্তি সেরে নিয়েছে লিডস। ভ্যালেন্সিয়ার জার্সিতে রদ্রিগো ২২০ ম্যাচে করেছেন ৫৯ গোল। ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটির কোপা দেল রে জেতার পথ রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রদ্রিগোর জন্ম ব্রাজিলে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি প্রতিনিধিত্ব করেন স্পেনের জার্সিতে। লা রোজাদের হয়ে খেলা ২২ ম্যাচে তার গোলসংখ্যা ৮।