১৪শ কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে ডিএসইর লেন‌দেন

0

লোকসমাজ ডেস্ক॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) সূচকের পতনে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-‌সিএসই) লেনদেন। এদিন ডিএসইতে সূচকের পতন হ‌লেও লেনদেন ছা‌ড়ি‌য়ে‌ছে ১৪শ কো‌টি টাকা। ত‌বে ‌সিএসইতে আ‌গের দি‌নের চে‌য়ে লে‌নদেন ক‌মে‌ছে। আর বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
‌ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৪.০৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৩১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২১.৮৪ পয়েন্ট ক‌মে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৬.৫৬ ও ১৬১৮.০৫ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪০৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫০ কোটি টাকার বে‌শি।
দিন শেষে ডিএসইতে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টির।অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩.৮৪ পয়েন্ট ক‌মে অবস্থান করছে ১৩৬৭২.০৬ পয়েন্টে।
এদিন সিএসইতে ২৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
দিন শেষে সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।