‘মেসিদের হারাতে এভারেস্টে চড়তে হবে’

0

লোকসমাজ ডেস্ক॥ মাঠে ফিরেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। শুক্রবার হয়ে গেছে শেষ ষোলোর দ্বিতীয় লেগের দুই ম্যাচ। শনিবার হবে বাকি থাকা দুই ম্যাচ। যেখানে লড়বে বার্সেলোনা-নাপোলি এবং বায়ার্ন-চেলসি। প্রথম লেগের ম্যাচে চেলসির মাঠে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন এবং নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফলে দ্বিতীয় লেগে বায়ার্নের সামনে সমীকরণ খুবই সহজ, চেলসির জন্য ততটাই কঠিন। কিন্তু বার্সা ও নাপোলি রয়েছে সমান অবস্থায়। সমীকরণটা এমন গোলশূন্য ড্র করলে পরের রাউন্ডে যাবে বার্সা, ১-১ গোলে ড্র হলে খেলা গড়াবে টাইব্রেকারে, এর বেশি গোলে ড্র হলে শেষ আটে যাবে নাপোলি। এছাড়া যে দল জিতবে তারাই পাবে সামনে যাওয়ার টিকিট। এমন সমীকরণকে যেন অসম্ভব মনে হচ্ছে নাপোলির কোচ জেনারো গাত্তুসোর। তার মতে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসিদের বিপক্ষে জেতাটা অনেকটা এভারেস্টের চূড়ায় ওঠার মতো। আর এটি করতে পারলেই পরের রাউন্ডের টিকিট মিলবে বলে বিশ্বাস গাত্তুসোর। শুক্রবার সংবাদমাধ্যমে নাপোলি কোচ বলেছেন, ‘তারা জিততে অভ্যস্ত এবং আমি জানি যখন জয়টা অভ্যাসে পরিণত হয়, তখন সবসময় জিততেই চায় সবাই। আজ শনিবার আমাদেরকে এভারেস্টের মাথায় চড়তে হবে।’
গাত্তুসো আরও যোগ করেন, ‘গত কয়েক মাসে আমি অনেক কৌতুক শুনেছি যে, বার্সেলোনা ছন্দে নেই। কিন্তু আপনি তাদের খেলা দেখলেই বুঝবেন তাদের কয়েকজন কত ভালো খেলে। আমরা জানি ম্যাচটা আমাদের জন্য অনেক কঠিন হবে। আমরা জানি, আমাদের জন্য কেমন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। জিততে হলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। হয়তো সেটাও যথেষ্ঠ হবে না।’ নাপোলির তারকা খেলোয়াড় লরেঞ্জচ ইনসিগনে পড়েছিলেন কুচকির ইনজুরিতে। তবে এখন বেশ সুস্থ আছেন বলে জানিয়েছেন কোচ গাত্তুসো। বার্সার বিপক্ষে সেরা অবস্থায়ই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নাপোলি কোচ। তিনি বলেছেন, ‘শুক্রবার সে (ইনসিগনে) দলের সঙ্গে নিজের শতভাগ দিয়েই অনুশীলন করেছে। আমি চাই আগামীকালও যেন সে পুরোপুরি ভালো বোধ করে। যদি তা না করে, তাহলে শুরু থেকে তাকে খেলানো যাবে না। সে দলে থাকলে আমাদের জন্য অনেক বড় পাওয়া।’