পাইকগাছায় টাকা ও মোটরসাইকেল নেয়ার অভিযোগে প্রতারক আটক

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় মোটরসাইকেল ও ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রায়হান (২০) নামে এক প্রতারককে পুলিশ আটক করেছে। সে উপজেলার দেলুটি গ্রামের হারুন গাজীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রউফকে দক্ষিণ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী-কাম-দপ্তরি পদে চাকরি পাইয়ে দেবে বলে প্রতারক রায়হান দেড় লাখ টাকা চুক্তি করে। এজন্য রায়হান রউফের কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয়। বাকি টাকা বাবদ রউফের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে নেয়। পরে তার হাতে একটি ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেওয়া হয়। নিয়োগপত্রটি ভুয়া প্রমাণিত হলে আব্দুর রউফ থানায় অভিযোগ করেন। পুলিশ রায়হানকে শনিবার সন্ধায় গ্রেফতার করে। এ প্রতারণার সাথে লস্কর গ্রামের সবুর সানার ছেলে কামাল সানা ও ডুমুুরিয়ার শাহাপুরের সাইদুর গাজীর ছেলে হারুণ জড়িত বলে রায়হান পুলিশকে জানিয়েছে বলে ওসি এজাজ শফী জানান।