করোনায় আরও দুই চিকিৎসকের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই চিকিৎসক মারা গেছেন। একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান এবং আরেকজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। শুক্রবার (১২ জুন) চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়। এফডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, গাজী জহির ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের শিার্থী ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ( আইসিইউ) কেন্দ্রে শুক্রবার (১১ জুন) রাত ১টা ১৮ মিনিটে মারা যান। রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন। তার স্ত্রীর দেহেও করোনা শনাক্ত হয়েছে। উল্লেখ্য, এই দুই জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়া আরও পাঁচ জন চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে মারাে গছেন।