যশোরে ব্যবসায়ী ওবায়দুল কাদেরের মৃত্যু, শোক

0

স্টাফ রিপোর্টার ॥ খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এএসএম ওবায়দুল কাদের মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, তিন ভাই, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসপাতাল থেকে এএসএম ওবায়দুল কাদেরের মরদেহ নিয়ে আসা হয় জজকোর্টপাড়াস্থ নিজ বাসভবনে। পরে বাদজোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন- জেলা দায়রা জজ ইফতেখারুল ইসলাম মল্লিক, যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জাফর সাদিক, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এএসএম হুমায়ুন কবির কবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সহ-সভাপতি এজেডএম সালেক, যুগ্ম সম্পাদক এবিএ আখতারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী তানভীরুল ইসলাম সোহান, রওশন আলী প্রমুখ। জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, এএসএম ওবায়দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান প্রমুখ।