শ্রীলঙ্কার সঙ্গে জিম্বাবুয়ে সফরেও যাচ্ছে না ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ আগের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছিল, ভারত সফরে আসছে না। আজ (শুক্রবার) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) নিশ্চিত করেছে খবরটি। একই সঙ্গে বিরাট কোহলিদের জিম্বাবুয়ে সফরে না যাওয়ার ঘোষণাও এসেছে। শ্রীলঙ্কায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সিরিজ আয়োজনে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে এসএলসি। জুনেই তারা ভারতের বিপক্ষে খেলার কথা জানিয়েছিল। কিন্তু ভারতে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। এই অবস্থায় ক্রিকেট শুরুর কথা ভাবছে না বিসিসিআই। তাই শ্রীলঙ্কার সঙ্গে জিম্বাবুয়ে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সূচি অনুযায়ী ২৪ জুন শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। স্বাগতিকদের সঙ্গে কোহলিদের খেলার কথা ছিল তিন ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি। আর জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডে শুরুর সূচি ছিল ২২ আগস্ট থেকে। তবে করোনার বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে আজ বিসিসিআই সফর দুটি বাতিল করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘কোভিড-১৯ রোগ আতঙ্কে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে যাবে না।’ বিজ্ঞপ্তির পরের অংশে যোগ করা হয়েছে, ‘১৭ মে সংবাদ বিজ্ঞপ্তিতে যেমনটা বলা হয়েছিল, বিসিসিআই তার চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তখনই আউটডোর অনুশীলনের অনুমতি দেবে, যখন পরিস্থিতি পুরোপুরি নিরাপদ হবে। বিসিসিআই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ফের চালু করতে বদ্ধপরিকর, কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করতে চায় না।’