সাতক্ষীরায় তাণ্ডব চালিয়েছে ‘আম্পান’

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। প্রচণ্ড ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। ভেসে গেছে চিংড়ি ঘের। সাতক্ষীরায় সবচেয়ে তিগ্রস্ত চারটি উপজেলা হচ্ছে- শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ এবং সাতীরা সদর। ঘূর্ণিঝড়টি মূলত বাংলাদেশে প্রবেশ করে শ্যামনগরের সর্ব দেিণর লোকালয় মুন্সীগঞ্জ সংলগ্ন সুন্দরবন দিয়ে।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বৃহস্পতিবার সকালে জানান, কমপে চারটি উপজেলার ২৩টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। য়তির বিষয়ে তিনি জানান, কমপে ৫-৭টি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে বহু চিংড়ি ঘের ও বিস্তীর্ণ গ্রামাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া বহু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। সাতীরায় আমেরও ব্যাপক তি হয়েছে। রাজশাহী অঞ্চলের বাইরে সাতীরাতেও আমের বড় ধরনের ফলন হয়। গাছপালা পড়ে সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বিঘিœত হয়েছে। দমকল কর্মীরা রাস্তা থেকে ভাঙা গাছপালা সরিয়ে সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করছেন বলে জানান জেলা প্রশাসক। মুন্সীগঞ্জের সুন্দরবন সংলগ্ন গাবুরার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন একটি চিংড়ি ঘেরের মালিক। তিনি জানান, কয়েক একর আকারের তার এই চিংড়ি ঘেরটি পানিতে তলিয়ে গেছে। তার গ্রামের কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, তার গ্রাম সংলগ্ন নদীটির কমপে দুটি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে।